Digital Marketing: ডিজিটাল মার্কেটিং কি এবং কার জন্য?

0

Digital Marketing: ডিজিটাল মার্কেটিং কি এবং কার জন্য?

Digital Marketing কি?

ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে পণ্য বা তথ্য প্রচার করা বা বাজারজাত করা। 


প্রযুক্তির ছোঁয়া যারা পেয়েছে ডিজিটাল মার্কেটিং এর সাথে অল্প সল্প করে হলেও তাদের সম্পর্ক রয়েছে কিন্তু আমরা অনেকেই জানিনা যে সেটাকে Digital Marketing বলে। তার বাহিরে ডিজিটাল মার্কেটিং শব্দটির সাথে যাদের পরিচয় রয়েছে তাদের মধ্যে অনেকেই জানে না যে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে, কিভাবে একটি ব্যবসাকে বৃদ্ধি করে এবং কিভাবে অন্যের ব্যবসা বৃদ্ধির সহায়ক মাধ্যম হিসেবে ডিজিটাল মার্কেটিং করে আয় করা সম্ভব। 

ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজের চাহিদা বেশি?

আজকে আপনি ঘরে বসে একটি পণ্য অর্ডার করলেন অথবা কোন একটি পণ্য সম্পর্কে জানার জন্য অনলাইনের সহায়তায় রিসার্চ করলেন সেটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ। প্রযুক্তি ইন্টারনেট দিয়ে বিশ্বটাকে যখন একটি কাল্পনিক ঝালের মধ্যে একত্রিত করেছে। তখন আমরা সবাই ঝালের ভেতর কাছাকাছি কানে অবস্থান করছি, তাই আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের তথ্য সম্পর্কে খুব সহজেই জানতে পারি, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের কোন পণ্য সেবা ক্রয় করতে পারি নিজের জন্য বা অন্যের জন্য। 

 

Digital Marketing ডিজিটাল মার্কেটিং কি এবং কার জন্য

কিন্তু আমরা চাইলেই অন্য গ্রহের কোন তথ্য সাথে সাথেই জানতে পারি না কারণ অন্যান্য গ্রহ উপগ্রহ গুলো আমাদের সাথে একই ঝালের ভিতরে আবর্তিত নয়। তাই ইন্টারনেটের সহায়তায় ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অথবা সেবা প্রদানের উদ্দেশ্যে যত ধরনের বিষয়বস্ত প্রচার বা তথ্য সংগ্রহ করা হয় তার সবগুলোই Digital Marketing

 

Digital Marketing কার জন্য?


Digital Marketing
সবার জন্য, কারণ বর্তমান প্রযুক্তির যুগকে ডিজিটাল যুগ বলা হয়। যার একটি বিজনেস রয়েছে, সামনের দিনগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে হলে তার জন্য ডিজিটাল মার্কেটিং জানা জরুরী। আর যার একটি বিজনেস নেই সে কিভাবে ডিজিটাল মার্কেটিং করবে? যার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার অনেক ব্যস্ততা থাকে অন্যান্য বিষয় নিয়ে।

ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কি?

তাই একজন বিজনেস ওনারের বাহিরের মার্কেটিং নিয়ে ভাবার এতো সময় হয় না, আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হোন তখন সে আপনাকে তার ব্যবসায় সহায়তা করার জন্য হায়ার করতে পারে, তখন ডিজিটাল মার্কেটিং সেবাটি আপনি বিশ্বের যে কোন প্রান্ত থেকেই তাকে প্রদান করতে পারেন বিনিময় সে আপনাকে ডিজিটাল মানি প্রদান করবে। আপনি ডিজিটাল মার্কেটিং নামে যে সেবাটি প্রদান করবেন তার নামই ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং।

 

Digital Marketing ডিজিটাল মার্কেটিং কি এবং কার জন্য

কিন্তু সময় ব্যয় করে ডিজিটাল মার্কেটিং শেখার পর যেটা হয়, অনেকে অনেক চেষ্টার পর যখন Fiverr, Upwork এবং Freelancer এর মতো নামি-দামি মার্কেটপ্লেসগুলোতে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ না পায় না তখন আগ্রহ হারিয়ে ফেলে এবং তখন নিজেকে গালি দিতে থাকে আর কপালকে দোষ দিতে থাকে। সময় নষ্ট করে Digital Marketing শেখার জন্য নিজেকে দোষ দিতে থাকে আর হতাশায় ডুবে যায়, তাতে শারীরিক এবং মানসিক ব্যাঘাত ঘটে।

সেই পরিস্থিতিতে যেনো পরতে না হয় তার জন্য আরেকটি পথ রয়েছে সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখে অন্যকে অ্যাফিলিয়েট সেবা প্রদান করেও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি ইনকাম করতে পারেন।


অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে এই ব্লগটিতে ঘুরে আসুন : Affiliate Marketing: মার্কেটিং কি?

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !