Free Blogger CV Template: ফ্রিতে Personal Website বা Resume ওয়েবসাইট তৈরি করার সহজ পদ্ধতি
সম্পূর্ণ ফ্রিতে একটি Personal Website তৈরি করতে গেলে ব্লগারের বিকল্প নেই বললেই চলে। কারণ ব্লগার আপনাকে লাইফ টাইময়ের জন্য ফ্রী তে তাদের হোস্টিং ব্যবহার করতে দিবে যেটা অন্য কোন কোম্পানি দিবে না।
Blogger কি?
Blogger হলো ফ্রি সাব ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার গুগল কোম্পানির একটি প্রোডাক্ট, যেখানে একটি Website সহজ এবং নিরাপদে Blogger-এর সার্ভারে লাইফ টাইময়ের জন্য ফ্রী তে হোস্ট করার সুযোগ দেয়।
ব্লগারের মাধ্যমে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে সেটি আপনি ফ্রিতে যুগ যুগ ধরে ব্যবহার করতে পারবেন। কতদিন ব্যবহার করতে পারবেন ব্লগার যতদিন চায় ঠিক ততদিনই ব্যবহার করতে পারবেন, এর নির্দিষ্ট কোন সময় সীমা নেই, যে অনির্দিষ্টকালির জন্য ব্যবহার করতে পারবেন। কে না চায় যে তার এই যুগে এসে একটি ওয়েবসাইট থাকুক।
Free blogger template free download
প্রত্যেকই চায় বুঝুক আর না বুঝুক তার একটি পার্সোনাল ওয়েবসাইট থাকুক। এখন পার্সোনাল ওয়েবসাইটে কি ধরণের কনটেন্ট থাকে?
পার্সোনাল ওয়েবসাইট সাধারণত দুই ধরণের হয়ে থাকে পোর্টফোলিও / সিভি। নিজের সম্পর্কে প্রোফাইল ইনফরমেশন থাকে, প্রোফেশনাল স্কিল থাকে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, হবি থাকে ক্যারিয়ার্ সামারি থাকে ইত্যাদি ইত্যাদি।
Professional Blogger templates free
আচ্ছা পার্সোনাল একটি রিজমিই তৈরি করার জন্য এই মুহূর্তে ব্লগারের একটি খুবই চমৎকার থিম আমি পছন্দ করে রেখেছি সেই থিমটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
এই থিমটি মোটামুটি কাস্টমাইজ করা আছে তারপরও আমি একটি ভিডিওর মধ্যে দেখিয়েছি কিভাবে এ থিমটি কাস্টমেইজ করতে হয়। আপনি সেই ভিডিওটির লিংক নিচে পেয়ে যাবেন্, সেখান থেকে দেখে নিতে পারেন। টেম্পলেটটি Zip file হিসেবে রয়েছে এটি Extract করার জন্য নিশ্চয়ই একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, পাসওয়ার্ড হিসেবে “LetKnow” ব্যবহার করুন।
Free Blogger templates without copyright
প্রথমে টেম্পলেটটির Xml ফাইলটি কোন একটি নোটপ্যাড অথবা html সাপোর্টেড কোড এডিটরে ওপেন করে নিন তারপর সম্পূর্ণ কোডটি Copy করুন এবং আপনার ব্লগারের Theme অপশন থেকে Html এডিটরে Paste করুন তারপর সেভ করুন এবং আপনার ওয়েবসাইটটি নিজের মত করে ভিডিও দেখে দেখে কাস্টমাইজ করে নিন ধন্যবাদ।