যদি এ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা চিন্তা করি তবে সবার আগে মাথায় আসবে amazon এর কথা।
Affiliate Program এ কেন amazon এর কথা আসবে?
যেহেতু আপনি বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিংয়ের কথা ভাবছেন। তাই আমি জোর দিয়ে বলবো নতুন হিসেবে আপনি অ্যামাজনকে সিলেক্ট করুন।Affiliate Platform এ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস কতগুলো?
কারণ amazon হচ্ছে বিশ্বের বড় এবং জনপ্রিয় ই-কমার্স স্টোর গুলোর মধ্যে প্রথম সারির একটি। Amazon Affiliate Program এর নাম হল Amazon associate তাদের পেমেন্ট সিস্টেমও খুব ভালো। অ্যামাজন তাদের পেমেন্ট সিস্টেমে গিফট কার্ড যুক্ত করেছে, তারা এখন গিফট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিচ্ছে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারাও পেমেন্ট নিতে পারবে।
আপনি যদি অন্যান্য মার্কেটপ্লেস গুলোর কথা ভাবেন তবে তারা অনেকেই বাংলাদেশ থেকে নতুন অ্যাকাউন্ট তৈরীর জন্য এপ্রুভ দিচ্ছে না, এপ্রুভ দিলেও তার কোন কারণবশত একাউন্ট ক্লোজ করে দিচ্ছে। কিন্তু অ্যামাজনের এই ঝামেলা নেই আপনি ১৮০ দিনের মধ্যে নূন্যতম সেল জেনারেট করতে পারলেই আপনার অ্যাকাউন্টটি স্থায়ী হয়ে যাবে।
অ্যামাজনে কাজ করার আপনার জন্য Niche অনুযায়ী অসঙ্খ Category পেয়ে যাবেন, যা আপনার ধারনারও বাহিরে। অ্যামাজনের Product এর Category অনুযায়ী কমিশনের হার কম বেশি হয়ে থাকে। অল্প কয়েকটি দেশ ব্যতীত আপনি বিশ্বের সকল দেশ থেকে অ্যামাজনের এফিলিয়েট এক্সেস নিতে পারবেন।
Amazon কেন সেরা Affiliate program?কিন্তু অনেক সময় দেখা যায় যেই প্রোডাক্ট গুলোর কাস্টমার এর কাছে চাহিদা বেশি সেগুলোর কমিশনের হার একটু কম হয়ে থাকে, কমিশনের হার কম হলেও এই প্রোডাক্ট গুলো সেল অনেক বেশি হয়। তাই এই প্রোডাক্ট বা সার্ভিস গুলো নিয়ে কাজ করলে অনেক বেশি আর্নিং এর সুযোগ থাকে।
Amazon affiliate Program sign up
অ্যামাজনে একাউন্ট করার পূর্বে, আপনার বাছাই করা Niche এর উপর আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিবেন। কারণ একাউন্ট তৈরির ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্ক প্রয়োজন হবে এবং তার সাথে ওয়েবসাইটের উপর ছোট্ট একটি ডেসক্রিপশন।